ফিটনের ট্র্যাকারের বাজারে বেশ ভালো অবস্থানে শাওমি। মোটাদামে চীনের কোম্পানিটির পরিধানযোগ্য ডিভাইসের বেশ চাহিদা রয়েছে বিশ্ববাজারে। আর এরই ধারাবাহিকতায় পরবর্তী প্রজন্মের এমআই ব্যান্ড ৭ বাজারে আনতে যাচ্ছে শাওমি। খবর জিএসএম এরিনা।
সম্প্রতি ডিভাইসটির একটি টিজার প্রকাশ করেছে শাওমি। রেডমি নোট ১১টি সিরিজের স্মার্টফোনের সঙ্গে নতুন ওয়্যারেবল ডিভাইসটি উন্মুক্ত করা হবে বলে টিজারে জানানো হয়েছে।
টিজার পোস্টারের তথ্যানুযায়ী ধারণা করা হচ্ছে, নতুন ডিভাইসের ডিজাইন এর আগের মডেলগুলোর মতোই হবে। তবে আগের সংস্করণে ১.৫৬ ইঞ্চির স্ক্রিণ থাকলেও নতুন সংস্করণে ১.৬২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এর ফলে জটিল অ্যাপগুলো আগের তুলনায় সহজেই ব্যবহার করা যাবে। আর এর মাধ্যমে বাজারে কতোটা প্রভাব ফেলতে পারে শাওমি তা দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সাধারণ ও এনএফসি সংস্করণে এমআই ব্যান্ড ৭ বাজারে আনা হবে বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি