বিশ্বব্যাপী ১০ লক্ষাধিক এমআই স্মার্ট ব্যান্ড ৬ সরবরাহ করা হয়েছে। শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন এর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে জিএসএম এরিনা।
গত ২ এপ্রিল বিক্রি শুরু হওয়া চীনের বাজারেই অধিকাংশ স্মার্ট ব্যান্ড ৬ সরবরাহ হয়েছে। এর কয়েক সপ্তাহ পরেই বিশ্বব্যাপী ব্যান্ডটি সরবরাহ করা হয়।
যদিও এমআই ব্যান্ড ৬ মাত্র ১৭ দিনেই ১০ লাখের মাইলফলক অর্জন করে। আর এমআই ব্যান্ড ৪ তারও আগে অর্থাৎ মাত্র ৮ দিনে ১০ লাখের মাইলফলক স্পর্ষ করে।
সাশ্রয়ী স্মার্ট ব্যান্ডটির জনপ্রিয়তা এতোই যে পরিধানযোগ্য ডিভাইসের বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে শাওমি। আর এই ব্যান্ডটির যাত্রা শুরু হয়েছিলো ২০১৪ সালের দিকে বেসিক ফিচার নিয়ে। প্রথমটিতে মাত্র তিনটি এলইডি ছিলো, এমনকি হার্ট রেট সেন্সরও ছিলো না। তারপরেও মাত্র ৯ মাসে সেটি ১০ লক্ষাধিক ইউনিট বিক্রি হয়েছিলো।
ডিবিটেক/বিএমটি