২০১৭ সালে হুয়াওয়ে গুগল ওয়্যার অপারেটিং সিস্টেম সম্বলিত ওয়াচ ২ বাজারে আনে। এরপর থেকে কোম্পানিটি ওয়াচ জিটি সিরিজে মনোনিবেশ করে, যেটিতে হুয়াওয়ের তৈরি সফটওয়্যারই ব্যবহৃত হয়েছে। অবশেষে ওয়াচ ২ এর পরবর্তী সংস্করণ দেখতে যাচ্ছে প্রযুক্তিবিশ্ব।
উইবোতে প্রকাশ হয়েছে যে আগামী মাসের প্রথমদিকে হুয়াওয়ে ওয়াচ ৩ উন্মোচন করা হবে। অবশ্যই এতে গুগলের কোনো সফটওয়্যার থাকছে না। জিটিওয়াচের মতো এতে লাইটওএস’ও ব্যবহার করা হবে না। বরং এতে থাকবে একেবারে নতুন ইউজার ইন্টারফেস, পরিচালিত হবে হারমোনিওএস এ।
জিটি সিরিজে অনেক সফটওয়্যারেরই অপূর্ণতা ছিলো, তবে নতুন পরিধানযোগ্য ডিভাইসটিতে অধিক থার্ড পার্টি অ্যাপস কাজ করবে। গত বছরের সেপ্টেম্বরে যে হারমোনিওএস ওয়াচ ডেমো দেখানো হয়েছিলো তার থেকে অনেকটাই ভিন্ন ইন্টারফেস থাকবে নতুন ওয়াচটিতে।
শুধু অপারেটিং সিস্টেম নয়, ওয়াচ ২ প্রো এর মতো এতে ব্যবহৃত হবে ই-সিম। থাকবে উইচ্যাটে টেক্সট ও ভয়েসের মাধ্যমে উত্তর দেয়ার সুযোগ।
ডিবিটেক/বিএমটি