২০১৪ সালে উন্মোচন করা গিয়ার ২ সিরিজ থেকে স্যামসাং তাদের স্মার্টওয়াচে টাইজেন প্লাটফর্ম ব্যবহার করে আসছে। তবে অদূর ভবিষ্যতে অ্যান্ড্রয়েড প্লাটফর্মে ফিরছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট।
স্যামমোবাইল এবং জনপ্রিয় তথ্য ফাঁসকারী আইস ইউনিভার্স উভয়ই দাবি করেছে, চিরাচরিত প্লাটফর্মের বদলে এবার স্যামসাং অ্যান্ড্রয়েড (সম্ভাব্য ওয়্যার ওএস) অপারেটিং সিস্টেমে স্মার্টওয়্যাচ তৈরি করছে।
গ্যালাক্সি গিয়ার, গিয়ার লাইভ তথা স্যামসাংয়ের প্রথমদিকের পরিধানযোগ্য ডিভাইসের মধ্যে এটিই হবে প্রথম পণ্য যেটিতে অ্যান্ড্রয়েড ব্যবহার করতে যাচ্ছে স্যামসাং।
স্মার্টওয়াচটি কেমন হবে বা পুরোপুরি অ্যান্ড্রয়েডনির্ভর হবে কিনা সেটি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে গ্যালাক্সি ক্লাব সম্প্রতি দুইটি মডেলের স্মার্টওয়াচের তথ্য জানিয়েছে। দুইটি আকারে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে বলে জানানো হয়।
ডিবিটেক/বিএমটি