ক্রমবর্ধমান ফিটনেস ট্র্যাকার বাজারে প্রতিযোগিতা বেড়েছে চলছে। আর সেখানে আধিপত্য বিস্তার করছে অ্যাপল, ফিটবিট ও স্যামসাং। সেই আধিপত্যে ভাগ বসাতে যুক্ত হয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বৃহস্পতিবার কোম্পানিটি তাদের প্রথম ফিটনেস ব্যান্ড ও অ্যাপ হালো উন্মোচন করেছে। খবর রয়টার্স।
হালো ব্যান্ড তাদের প্রতিদ্বন্দ্বি গেজেটের মতো ডিসপ্লে স্ক্রিন নিয়ে আসেনি। এটির দাম পড়বে ৯৯ দশমিক ৯৯ ডলার, তবে অ্যাপ ব্যবহার করতে ক্রেতাদের প্রতিমাসে ৩ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে।
বাজারে নতুন হলেও অ্যামাজন তাদের গেজেটটিতে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। কষ্ঠস্বর বিশ্লেষণ নামক এই প্রযুক্তির মাধ্যমে কথাবার্তা চলাকালীন ব্যবহারকারীর কন্ঠস্বর বিশ্লেষণ করবে হালো। ফিচারটি চালু থাকলে এর মাইক্রোফোন স্পিকারে বিভিন্ন অনুভূতি যেমন আনন্দ, বিভ্রান্তি কিংবা আকর্ষণ সনাক্ত করতে পারবে।
ব্যবহারকারীদের এ বিষয়ে প্রাইভেসি নিয়ে সন্দেহ তৈরি হতে পারে, তবে অ্যামাজন জানিয়েছে গোপনীয়তা রক্ষা করেই প্রযুক্তিটি ডেভেলপ করা হয়েছে।
পানিরোধী ব্যান্ডটি এক চার্জে সাতদিন চলবে। রয়েছে অ্যাক্সেলেরোমিটার, তাপমাত্রা সেন্সর, হৃদস্পন্দন পরিমাপক সেন্সর, এমনকি শরীরের ফ্যাটের পরিমানও নির্নয় করতে পারবে।
ডিবিটেক/বিএমটি