চীনের ন্যাশনাল ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি অফিস থেকে গত ৩০ জুন অ্যাপল ডায়নামিক ডিসপ্লে ইন্টারফেস নামক নতুন প্রযুক্তির প্যাটেন্টের অনুমোদন পেয়েছে অ্যাপল। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি ছোট আকারের আরও চারটি বাড়তি পর্দা থাকতে পারে। ফলে শিগগিরই কী প্রযুক্তি বিশ্ব পাঁচ পর্দার নতুন ম্যাকবুক প্রো দেখতে যাচ্ছে?
আইএএনএসে প্রকাশিত খবরে বলা হয়, নতুন এই প্যাটেন্টের ফলে ধারণা করা হচ্ছে পাঁচ পর্দার নতুন ম্যাকবুক প্রো নিয়ে কাজ করছে প্রযুক্তি জায়ান্টটি। প্যাটেন্টের পাশাপাশি ছবিগুলোও তেমনই ইঙ্গিত দিচ্ছে।
খসড়া নকশায় দেখা যাচ্ছে, টাচবারের মতো প্রতিটি ডিসপ্লেরই ভিন্ন ভিন্ন কাজ থাকবে। ল্যাপটপের মূল অংশ হিসেবে একটি কিবোর্ড এবং লাইট ট্রান্সমিটিং কাভারের বর্ণনা দেয়া হয়েছে সেখানে।
ডিবিটেক/বিএমটি