স্মার্টফোন বাজারে দ্রুতই প্রভাব বিস্তার শুরু করেছে রিয়েলমি, বিশেষ করে ভারতের মতো বাজারগুলোতে শিগগিরই স্যামসাংকে টপকে যেতে চায় কোম্পানিটি। এরই ধারাবাহিকতায় নিজেদের প্রথম স্মার্টওয়াচ আনছে রিয়েলমি, যা দেখতে ফিটবিটের মতোই! খবর টেকরাডার।
এক্সডিএ ডেভেলপারস একটি প্রতিবেদনে এই স্মার্টওয়াচটি কেমন হবে তা জানিয়েছে। এছাড়া রিয়েলমির টিজারও সেখানে প্রকাশ করা হয়েছে।
রিয়েলমির সিইও একটি প্রশ্নোত্তর ভিডিওতে এই ডিভাইসটি পরে ছিলেন, যেখানে থেকে এই স্মার্টওয়াচের ধারণা পাওয়া যায়।
ভিডিও এবং এক্সডিএ ডেভেলপারস এর তথ্য মতে, রিয়েলমি ওয়াচে থাকছে স্কয়ার ডিসপ্লে, গোলাকার কর্ণার এবং সামান্য পরিমানে বেজেল।
ঘড়িটির নিচে রিয়েলমির লোগো রয়েছে। ব্যবহার করা হয়েছে ১.৪ ইঞ্চির পিএফটি এলসিডি টাচস্ক্রিণ কালার ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৩২০*৩২০ পিক্সেল।
ডিভাইসটি দেখতে অনেকটা ফিটবিট ভার্সা স্মার্টওয়াচের মতোই। এতে থাকছে সপ্তাহখানেক ব্যাকআপের জন্য ১৬০ এমএএইচ ব্যাটারি। এছাড়া থাকছে ম্যাগনেটিক চার্জার, জিপিএস, হেলথ ট্র্যাকিং অ্যাপস, ব্লুটুথ ৫.০ ইত্যাদি।
তবে ঠিক কবে নাগাদ ডিভাইসটি বাজারে আনা হবে বা দাম কতো হবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি