বৃহস্পতিবার এক অনলাইন ইভেন্টে হুয়াওয়ে তাদের নতুন নোভা ৭ সিরিজের ফোন উন্মোচন করে। তবে একইসাথে উন্মোচন করা হয়েছে নতুন হুয়াওয়ে মেটপ্যাড। এটি মূলত মেটপ্যাড প্রোর উন্নত সংস্করণ, যা গত নভেম্বরে চীনে ঘোষণা করা হয়।
হুয়াওয়ে মেটপ্যাডে ব্যবহার করা হয়েছে ১০ দশমিক ৪ ইঞ্চির ২০০০*১২০০ পিক্সেল আইপিএস ডিসপ্লে এবং কিরিন ৮১০ চিপসেট। দীর্ঘ ব্যাকআপের জন্য থাকছে ৭২৫০ এমএএইচ ব্যাটারি ও টাইপ-সি পোর্টসহ ১৮ ওয়াটের চার্জিং সুবিধা।
অন্যান্য বিশেষ হার্ডওয়্যারের মধ্যে রয়েছে এর দুইটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পিছনের ক্যামেরাতে থাকছে অটোফোকাস এবং সামনে ফিক্সক ফোকাস সুবিধা।
সাংবাদিকদের জন্য প্রকাশিত অধিকাংশ উপকরণেই ট্যাবলেটটিকে শিক্ষা টুল হিসেবে পরিচিত করা হয়েছে। এতে শিক্ষার্থীদের জন্য জন্য প্রচুর রিসোর্স উপকরণ থাকছে। স্কুলের কাজ করার জন্য এবং ডিভাইসটিতে যাতে আসক্তি না হয় তার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে ডিভাইসটি তৈরি করা হয়েছে।
পড়াশোনার জন্য এর বিশেষ ফিচার হলো রিডিং মোডসহ প্রয়োজনীয় প্রযুক্তি। থাকছে হুয়াওয়ে এম-পেন্সিল স্টাইলাস অ্যাক্সেসরিজ। যদিও এতে কোনো গুগল সেবা নেই।
৪ জিবি র্যাম সংস্করণের একটি ও ৬ জিবি র্যাম সংস্করণে দুইটি মেটপ্যাড পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি