উন্মোচিত হয়েছে টাইমেক্স আয়রনম্যান স্মার্টওয়াচ ‘আর৩০০ জিপিএস’। স্মার্টওয়াচের চেয়ে ফিটনেস ব্যান্ড হিসেবে অধিক কার্যকরী এই গেজেটে যুক্ত হয়েছে নানা প্রয়োজনীয় ফিচার। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো- এটি এক চার্জে টানা ২৫ দিন পর্যন্ত চলবে। খবর এনগ্যাজেট।
নতুন স্মার্টওয়াচটিতে যুক্ত হয়েছে হার্ট রেট মনিটরিং, গাইডেড কোচিং, পারফরমেন্স মেট্রিক্স এবং ৩০ মিটার পর্যন্ত পানিরোধী সুবিধা। তবে স্মার্টওয়াচের দাম বাড়াতে পারে এমন ফিচারগুলো বাদ দেয়া হয়েছে। ১২০ ডলার স্মার্টওয়াচটি জিপিএস ব্যবহারকারীদের জন্য একটি দারুন গেজেট হবে বলে দাবি করছে কোম্পানিটি।
গ্রে, ব্ল্যাক এবং সিলভার রঙে পাওয়া যাবে গেজেটটি। ডিজাইনে নতুনত্ব না থাকলেও ফিচারে অনেকটাই এগিয়ে আছে বলে জানিয়েছে টাইমেক্স।
ডিবিটেক/বিএমটি