স্মার্টফোন তৈরি করে বাজারে তাক লাগিয়ে দিচ্ছে রিয়েলমি। এবার স্মার্ট টিভি উন্মোচন করে প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক দিতে চলেছে চীনের এই প্রতিষ্ঠানটি। ফেব্রুয়ারিতে বার্সেলোনায় এমডাব্লিউসি ২০২০ অনুষ্ঠানে দেখা যেতে পারে রিয়েলমি টিভি। সম্প্রতি কোম্পানির চিফ ম্যানেজিং অফিসারের টুইটে সেই ইঙ্গিত দিয়েছে।
চিফ মার্কেটিং অফিসার ফ্রান্সিস ওয়াং টু্ইটারে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন এমডাব্লিউসি ২০২০ অনুষ্ঠানে টিভির দুনিয়ায় দুর্দান্ত কিছু হতে পারে।
রিয়েলমি টিভিতে কি ধরনের ফিচার থাকবে তা এখনো সামনে আসেনি।