দাম ও ব্যবহারের জটিলতা বিবেচনায় ওয়াকমের গ্রাফিক্স ট্যাবলেট যারা ব্যবহার করেন তারা অধিকাংশ ক্ষেত্রেই হয়তোবা প্রফেশনাল ডিজাইনার অথবা শিগগিরই এমন পেশায় যুক্ত হতে যাচ্ছে। তবে এবার নবীন ব্যবহারকারীদের জন্য নতুন গ্রাফিক্স ট্যাবলেট উন্মোচন করেছে। খবর এনগ্যাজেট।
৪০০ ডলারের ড্রয়িং ট্যাবলেট কাম সেকেন্ডারি ডিসপ্লেটি মূলত প্রফেশনাল ডিজাইনারদের বাইরের ব্যবহারকারীদের জন্য। ওয়ালকম বলছে যারা মোবাইলের মাধ্যমে তাদের ফটো এডিট ও ড্রয়িং করে থাকেন তাদের ডিভাইস আপগ্রেড করার জন্য এটি যথার্থ ডিভাইস।
১৩ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে নিয়ে এটি মূলত ড্রয়িং ট্যাবলেট হিসেবে ডিজাইন করা হয়েছে, যা দেখতে অনেকটা ড্রয়িং পেপারের মতো লাগবে। এটি টাচস্ক্রিণের নয়। ফুল এইচডি স্ক্রিণটি ইলাস্ট্রেটর অথবা ফটোশপ ব্যবহারের জন্য সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে।
এই ডিভাইসে অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট এবং অ্যান্ড্রয়েড অ্যাপ যুক্ত করা যাবে।
ডিবিটেক/বিএমটি