একাধিক জরুরী মাল্টিটাস্কিংয়ের ডুয়াল স্ক্রিণের যথাযথ ল্যাপটপ উন্মোচন করেছে আসুস। প্রথম জেনবুক প্রো ডুয়ো ৫.৫ পাউন্ডের হওয়ায় সেটি আল্ট্রাপোর্টেবল হিসেবে বিবেচনা করা যেতো না। তবে এবার হালকা সংস্করণের ল্যাপটপটির ওজন মাত্র ৩.৩ পাউন্ড। ১২.৬ ইঞ্চির এই ল্যাপটপটি কনফিগারেশনের দিক থেকেও এগিয়ে আছে। খবর এনগ্যাজেট।
১৩ ইঞ্চি ম্যাকবুকের চেয়ে কিছুটা ভারি হলেও নতুন ল্যাপটপটির দ্বিতীয় স্ক্রিণটি যথেষ্ট সহায়ক হবে। এতে রয়েছে এনভিডিয়া জিফোর্স এমএক্স২৫৯ গ্রাফিক্স, যা আগের সংস্করণের চেয়েও এগিয়ে আছে।
ল্যাপটপটিতে রয়েছে সর্বশেষ জেনারেশনের ইন্টেল প্রসেসর, ১৬ গিগাবাইট র্যাম এবং ১ টেরাবাইট এসএসডি। প্রো ব্যবহারকারীদের এতে রয়েছে পর্যাপ্ত পোর্ট, যেমন দুইটি ইউএসবি টাইপ এ কানেকশন, একটি ইউএসবি সি, ফুল সাইজ এইচডিএমআই পোর্ট এবং একটি মিনিএসডি কার্ড স্লট।
ডিবিটেক/বিএমটি