এবার দেশের মাটিতে উন্মোচিত হলো আসুস ব্র্যান্ডের কো-পাইলট+পিসি ল্যাপটপ। গত মে মাসে গেমিং ক্যাটাগরিতে যে এআই ল্যাপটপটি উন্মোচন করেছিলো গুণে-মানে তার চেয়ে বহুগুণে এগিয়ে এটিই আসুসের প্রকৃত ‘পূর্ণাঙ্গ’ এআই ল্যাপটপ বলে জানিয়েছে আসুস বাংলাদেশের কর্তা ব্যক্তিরা।
রাজধানীর একটি রেস্তোরায় সোমবার রাতে মেলেটারি গ্রেডের কো-পাইলট ল্যাপটপ আসুসের ভিভোবুক এস ১৫ উন্মোচন করেন বাংলাদেশে এর পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার ও আসুস বাংলাদেশ কান্ট্রিলিড মুহাম্মাদ আল ফুয়াদ। এসময় গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশ লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন খন্দকার; ডিস্ট্রিবিউটর পার্টনার রায়ান্স কম্পিউটার্স স্বত্বাধিকারী আহমেদ হাসান জুয়েল এবং স্টারটেক ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদ আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন ল্যাপটপটির বৈশিষ্ট তুলে ধরেন আসুস বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক নাফিজ ইমতিয়াজ। নতুন ল্যাপটপের বৈশিষ্ট তুলে ধরে মানের বিচারেই কেনার এক বছরের মধ্যে লিকুইড বা পানি পড়ে নষ্ট হলে, পড়ে গেয়ে মনিটর ফেটে গেলে, কিংবা বৈদ্যুতিক গোলোযোগে পুড়ে গেলে যন্ত্রাংশ ফ্রি দিয়ে কেবল সার্ভিস চার্জের বিনিময়ে সারাই করে দেয়ার রিপলেসমেন্ট গ্যারান্টি ঘোষণা করা হয়।
তিনি জানান, মাইক্রোসফট এবং কোয়ালকমের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আসুসের এই ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। প্রসেসর হিসেবে এতে রয়েছে এআরএম বেসড স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর। কোপাইলট ফিচারটি সহজে ব্যবহারের জন্য এবং দ্রুত এআই-চালিত টুলগুলোতে অ্যাক্সেস পেতে ল্যাপটপটির কি-বোর্ডে রয়েছে একটি ডেডিকেটেড কী বাটন। আলাদা এই কোপাইলট কী বাটনটি মূলত কোপাইলট প্লাস পিসির অন্যতম বিশেষ ফিচার।
অপরদিকে গ্লোবাল ব্র্যান্ড পরিচালক জসিম উদ্দিন খন্দকার জানান, আগামীতে কোর নয় ল্যাপটপ বা পিসি বিক্রি হবে ব্র্যান্ড নামে। আর সেই সময়ে নেতৃত্ব দেবে আসুস।
আসুস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এমডি আল ফুয়াদ বলেন, “গ্রাহকদের ইনোভেশন এবং নতুন এক্সপেরিয়েন্স দিতে আসুস সবসময়ই বদ্ধপরিকর এবং অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথম কোপাইলট প্লাস পিসি নিয়ে এসেছে আসুস। কোপাইলট ফিচারের মাধ্যমে ভিভোবুক এস ১৫ ল্যাপটপটি দিবে এআই ব্যবহারে বিশেষ সুবিধা। তাই আমরা বিশ্বাস করি গ্রাহকদের কর্মক্ষমতা এবং দক্ষতা বাড়াতে আসুসের এই নতুন ল্যাপটপটি সহায়ক হবে। দাম পড়বে ১ লাখ ৭৪ হাজার ৯৯০ টাকা।“