আপনি স্বাভাবিকভাবেই চান যে আপনার সন্তান টেলিভিশন দেখার চেয়ে অধিক পড়াশোনা করুক, ক্লাসের বই হোক কিংবা শিক্ষামূলক বই বা ম্যাগাজিন। অ্যামাজন সেই বিষয়টি ভুলে নাই। আর তাই শিশুদের জন্য নতুন কিন্ডল ঘোষণা করেছে শীর্ষ ই-কমার্স প্লাটফর্মটি।
সোমবার ফায়ার এইচডি ১০ কিডস এডিশন ট্যাবলেটের পাশাপাশি কোম্পানিটি বাচ্চাদের জন্য প্রথমবারের মতো ই-রিডার ‘কিন্ডল কিডস এডিশন’ ঘোষণা করে। সাধারণ কিন্ডলের চেয়ে ২০ ডলার অধিক মূল্যের এই কিন্ডলটি চারটি কালারফুল কেইসে পাওয়া যাবে।
নতুন এই কিন্ডলে থাকবে দুই বছরের গ্যারান্টি, যার ফলে ডিভাইসটিতে কোনো সমস্যা হলে সেটি পাল্টে দেয়া হবে। থাকছে কোম্পানির ফ্রিটাইম আললিমিটেড সেবার ক্ষেত্রে এক বছরের বিনামল্যের অ্যাক্সেস। ফ্রিটাইম আনলিমিটেডে ২০ হাজারের অধিক শিশুবান্ধব বই, ভিডিও এবং অ্যাপস পাওয়া যাবে। ডিভাইসটির দাম পড়বে ১০৯.৯৯ ডলার। একসাথে দুটি কিনলে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি