গুগল এবং অ্যামাজনের সম্পর্কে খুব বেশি গভীর নয়। তবে সাম্প্রতিক সময়ে তারা একে অপরকে বেশ সমীহ করছে! এরই ধারাবাহিকতায় অ্যামাজনের ফায়ার টিভি প্লাটফর্মে পৌছে গেছে ইউটিউব টিভি। খবর এনগ্যাজেট।
গত জুলাইয়ে অ্যামাজন তাদের ফায়ার টিভি প্লাটফর্মে ইউটিউব সমর্থন শুরু করে। তখন গুগলও তাদের ক্রোমকাস্ট ডিভাইসে অ্যামাজনের প্রাইভ ভিডিও স্ট্রিমিং চালু করে।
অন্যান্যদের মতোই ইউটিউব টেলিভিশনের লক্ষ্য হলো সচরাচর ক্যাবল টিভি সেবাকে সরিয়ে নিজের জায়গা করে নেয়া। প্রতি মাসে ৫০ ডলারে ৭০টি লাইভ টিভি চ্যানেল, যার মধ্যে স্থানীয় ব্রডকাস্ট স্টেশন এবং জনপ্রিয় ক্যাবল নেটওয়ার্ক দেখার সুযোগ রয়েছে। এছাড়া থাকছে অন-ডিমান্ড প্রোগ্রামিং সুবিধা।
ডিবিটেক/বিএমটি