মঙ্গলবার নতুন আইফোন ও আইপ্যাডের পাশাপাশি নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে। অ্যাপল ওয়াচ সিরিজ ৫ মডেলের এই স্মার্টওয়াচে রয়েছে একটি অলওয়েজ অন রেটিনা ডিসপ্লে। খবর এনডিটিভি।
নতুন স্মার্টওয়াচটিতে থাকছে এলটিপিও ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লেটি সবসময় চালু থাকবে। ফলে আগের সংস্করণগুলোর মতো কবজি নাড়িয়ে কিংবা ট্যাপ করে ডিসপ্লে অন করতে হবে না। ৬০ হার্টজ এবং এক হার্টজ রিফ্রেশ রেটে এই ডিসপ্লে কাজ করতে পারবে। কম রিফ্রেশ রেট ব্যবহারের জন্য সবসময় অন থাকলেও বেশি ব্যাটারি নষ্ট করবে না এই ডিসপ্লে।
ইতিমধ্যেই প্রি-অর্ডার শুরু হওয়ার অ্যাপল ওয়াচ সিরিজ ৫ আগামী ২০ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৩৮টি দেশে বিক্রি শুরু হবে।
৪০ মি.মি. আর ৪৪ মি.মি. ডায়ালে পাওয়া যাবে স্মার্টওয়াচটি। কানেক্টিভিটির জন্য থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস/গ্লোনাস/গ্যালিলিও/কিউজেডএস। এক চার্জে ১৮ ঘন্টা চলবে এই স্মার্টওয়াচ। এর স্পিকার আগে থেকে ৫০ শতাংশ বেশি আওয়াজ দেবে।
ডিবিটেক/বিএমটি