এয়ারবাটস-এ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে আত্মপ্রকাশ করলো নতুন ৩টি এয়ারবাট। স্পার্ক এয়ারবাডস টি ৫০, স্পার্ক আই ৮ ও স্পার্ক আই ৯ মডেলের এই তিনটি এয়ারবাড বাংলাদেশের বাজারে এনেছে টেকসা ইনোভেশন।
এই এয়ারবাডগুলো ব্লুটুথ ৫.২ ও ৩ সমর্থিত। এএনিসি ও ইএনসি প্রযুক্তির কারণে বাইরের কোনো নয়েজ কথোপকথনে ব্যাঘাত সৃষ্টি করবে না। আর একচার্জে আট ঘণ্টা ব্যবহার করতে পরবেন ব্যবহার করতে পারবেন। সহজে ব্যবহারের জন্য এর সঙ্গে রয়েছে চারটি ভিন্ন আকারের এয়ারপাফ।আর এভিএস ম্যাটেররিয়ালে তৈরি হওয়ায় এটি খুবই হালকা এবং দীর্ঘক্ষণ ব্যবহারেও কানে ব্যাথা হয় না। আবার ব্যবহারের চার্জ ফুরিয়ে গেলে কেসে রাখলে ৩০ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকে।
প্রযুক্তিখাতের গণমাধ্যমকর্মীদের নিয়ে রাজধানীর কাওরান বাজারে রেইনি রুফে নতুন ব্র্যান্ড ও এয়ারবাড তিনটির মোড়ক উন্মোচন করেন টেকসা ইনোভেশন প্রতিষ্ঠাতা অমিত দাস ও কো-ফাউন্ডার অনিন্দ্য চ্যাটার্জ্যি।
এসময় প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন দাস, হেড অব অপারেশন রাজীব চন্দ্র শর্মা, অপু দেবনাথ (সেলস), গ্রাফিক্স ডিজাইনার ও ডিজিটাল মার্কেটার নাহিদ ইমতিয়াজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিগগিরিই আরো একটি এয়ারবাড এলিট এয়ারবাটস ওয়াই ১১৩ আনার ঘোষণা দেয়া হয়। এই এয়ারবাডটি নেকব্যান্ড হিসেবেও ব্যবহার করা যাবে।