স্মার্ট টেলিভিশনের বাজারে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস এবং অনার ব্র্যান্ডের পাশাপাশি যুক্ত হলো শাওমির সাব-ব্র্যান্ড রেডমি। বেইজিংয়ে একটি অনুষ্ঠানে রেডমির প্রধান নির্বাহী কর্মকর্তা লু ওয়েবিং ব্র্যান্ডটির প্রথম টেলিভিশন উন্মোচন করেছেন। পাশাপাশি রেডমি নোট ৮ এবং নোট ৮ প্রো স্মার্টফোনও উন্মোচন করা হয়েছে। খবর এনগ্যাজেট।
টেলিভিশনটির নাম দেয়া হয়েছে ‘রেডমি টিভি ৭০ ইঞ্চি’, যা ৭০ ইঞ্চি ফোরকে টেলিভিশন। সাথে রয়েছে ৬ষ্ট জেনারেশনের অ্যামলজিক প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ এবং ২.৪/৫জি ডুয়াল ব্যান্ড ওয়াইফাই।
যদিও টেলিভিশনটি এইচডিআর ক্যাপেবল না, তবে এটি চিপসেট লেভেলে এইচডিআর ডিকোডিং করতে পারে। শাওমির টেলিভিশনের মতোই এটি প্যাচওয়াচ এআই-অ্যানাবল টিভি সিস্টেমে পরিচালিত এবং এতে শাওমির স্মার্ট অ্যাসিস্ট্যান্ট শাওএআই রয়েছে।
ডিবিটেক/বিএমটি