২০১৭ সালে সর্বপ্রথম অ্যাপল তাদের আইফোনে ফাস্ট চার্জিং সুবিধা আছে, যেটি আইফোন ৮ থেকে শুরু হয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত আইফোনে সাথে সর্বোচ্চ ৫ ওয়াটের চার্জার দিয়েছে অ্যাপল। তবে আইফোনপ্রেমীদের জন্য সুখবর আসছে।
আর সুখবরটি হলো অ্যাপলের পরবর্তী আইফোন অর্থাৎ আইফোন ১১ এর সাথেই ফাস্ট চার্জার যুক্ত করতে পারে অ্যাপল। চার্জিং পেরিফেরাল ওয়েবসাইট চার্জল্যাব প্রকাশিত খবরে জানানো হয়েছে আইফোন ১১ এর সাথে ইউএসবি-সি চার্জার থাকবে। যেখানে উচ্চ চার্জিং ক্যাপাসিটির বিষয়ে ইঙ্গিত দেয়া হয়েছে।
সাইটটি একজন উর্ধতন কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বলে দাবি করা হয়। যদিও ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে সেটি নিশ্চিত নয়, বরং ইন-বক্স চার্জার ইউএসবি-সি-টু-লাইটিং টাইপের হতে পারে।
ইতিমধ্যেই অনেক অ্যান্ড্রয়েড ফোন ব্র্যান্ড যেমন ওয়ানপ্লাস, অপো এবং হুয়াওয়ে ফাস্ট চার্জিং প্রযুক্তি ও চার্জার এনেছে। স্যামসাংয়ের সর্বশেষ গ্যালাক্সি নোট ১০ প্লাসে ৪৫ ওয়াটেরে চার্জার যুক্ত করা হয়েছে। যদিও এটি আলাদাভাবে কিনতে হবে। এবার আইফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের এমন প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
ডিবিটেক/বিএমটি