ফাস্ট চার্জিং সুবিধা নিয়ে ২০ হাজার এমএএইচ ক্ষমতার পাওয়ার ব্যাংক উন্মোচন করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। এমআই পাওয়ার ব্যাংক ২আই মডেলের এই ডিভাইসে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। খবর এনডিটিভি।
এই পাওয়ার ব্যাংকের ভিতরে অধিক ঘনত্বের লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উভয় দিকে কুইক চার্জ সুবিধার ডুয়াল ইউএসবি পোর্ট রয়েছে।
শাওমি জানিয়েছে, এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে রেডমি কে২০ প্রো, রেডমি নোট ৭ প্রো ফোন তিনবার সম্পূর্ণ চার্জ করা যাবে। এছাড়া আইফোন ৮ এ সাত বারের অধিক চার্জ দেয়া যাবে। ডিভাইসের প্রয়োজন অনুসারে পাওয়ার সরবরাহ করবে পাওয়ার ব্যাংকটি।
ডিভাইসটিতে লো চার্জিং মোডও রয়েছে। ফলে বিভিন্ন ব্লুটুথ ডিভাইসও চার্জ করা যাবে। সাথে থাকছে শর্ট সার্কিট প্রোটেকশন, রিসেট, ইনপুট ভোল্টেজ প্রোটেকশন, আউটপুট ভোল্টেজ প্রোটেকশনসহ বিভিন্ন সুরক্ষা ফিচার। কতোটুকু চার্জ রয়েছে সেটি জানা যাবে এলইডির মাধ্যমে।
ডিবিটেক/বিএমটি