দক্ষতা উন্নয়নে অনলাইনে ফ্রন্টিয়ার প্রযুক্তির ২০টি কোর্স নিয়ে উন্মোচিত হলো নতুন এ্যডুট্রেইনমেন্ট প্লাটফর্ম ‘দীক্ষা’। আইসিটি বিভাগের মুক্তপাঠ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এই প্লাটফর্মটি। এর মধ্যে ৩টি কোর্স শিক্ষকদের জন্য এবং বাকি গুলো ১৮ থেকে ৩৫ বছর বয়সী বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট, আন্ডারগ্রাজুয়েট তরুণ-তরুণীদের দক্ষতা অর্জনে তৈরি করা হয়েছে। শিগগরিই আরো ৩০টি কন্টেন্ট যুক্ত হবে। ইতিমধ্যে যুক্ত হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, ডিজিটাল মার্কেটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইফেক্টিভ কমিউনিকেশন, ডিজিটাল রিস্ক ম্যানেজমেন্ট, বেসিক হাউজ কিপিং, বেসিক ফুড প্যাকেজিং, বেসিক ফুড প্রসেসিং, রোবটিক্স ও ই-কমার্স ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার (১৮ জুলাই ২০২৪) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে নতুন এই উদ্যোগটি উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।এসময় তিনি জানান, দেশের ৫ কোটি শিক্ষার্থীর ভবিষ্যত নিশ্চিত করতে তাদের দক্ষতা, যোগ্যতা ও মেধা অনুযায়ী ভবিষ্যত কর্মজীবন নিরাপদ করা জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী নিরলস কাজ করছে।
আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মাদ মশিউর রহমান।
তিনি বলেন, একজন তরুণের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দক্ষতা; বিসিএস নয়। গোটা বিশ্ব এখন উন্মুক্ত। আমরা চাই, মেধার সঙ্গে দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিশ্ব তরুণদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে।
আইসিটি বিভাগের জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অনবিভাগের অতিরিক্ত পরিচালক আতাউর রহমান খান, এটুআই প্রকল্প পরিচালক মোঃ মামুনুর রশীদ ভূঞা,অতিরিক্ত সচিব আতাউর রহমান খান, দীক্ষা প্রকল্প পরিচালক আহমেদ কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।