কার্ডে বিনা বাধায় আন্তর্জাতিক পণ্য ও সেবা ক্রয়ের সুযোগ করে দিতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সঙ্গে কো-ব্রান্ডেড প্রি-পেইড কার্ড সেবা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
মঙ্গলবার (৭ জুন ২০২২) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি সই হয়েছে। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও ই-ক্যাব এর সভাপতি শমী কায়সার।
এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন ও মোঃ মাকসুদুর রহমান, ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দিন শিপন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির ফলে বিশেষায়িত এই কার্ডের মাধ্যমে ট্রাভেল কোটার বাইরে অতিরিক্ত ১০ হাজার ইউএস ডলার বছরে ব্যয় করতে পারবেন ই-ক্যাব সদস্যরা। এছাড়াও একক লেনদেনে সর্বোচ্চ ২০০০ ডলার ব্যয় করতে পারবেন; যা আগে সর্বোচ্চ ২০০ ডলার ছিল।
এ বিষয়ে ই-ক্যাব অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু বলেন, এটা ই-ক্যাবের আরো একটি বিজয়। গত পাঁচটি বছর আমি এবং আশীষ চক্রবর্তী, পরিচালক, ই-ক্যাব বাংলাদেশ ব্যাংকের সাথে বিভিন্ন পর্যায়ে অর্ধশতাধিক সভা করে ই-ক্যাব সদস্যদের জন্য এই সুবিধা নিশ্চিত করতে কাজ করি। অবশেষে সেটি সফল হলো। এর ফলে বাংলাদেশ ব্যাংক এর অনুমোদন পাওয়ার পর এখন বাস্তবেই ইসলামী ব্যাংকের মাধ্যমে শুধুমাত্র ই-ক্যাব সদস্যদের জন্য বছরে দশ হাজার ডালার ব্যয়ের সুযোগ মিলবে। আগামীতে অন্যা্যে ব্যাংকের সঙ্গে এমন চুক্তি আরো করার সম্ভবানা রয়েছে।
কার্ডটিতে আর কী কী সুবিধা থাকবে জানতে চাইলে তিনি বলেন, আরো যেসব সুযোগ-সুবিধা থাকছে তারমধ্যে রয়েছে রয়েছে এই কার্ড ইস্যু/বার্ষিক ফি ফ্রি। এছাড়াও এটিএম/ সিআরএম নগদ টাকা উত্তোলনেও কোনো চার্জ থাকছে না। ই-কমার্স লেনদেন (ইউএসডি লেনদেনের জন্য) ব্যবহারকারী ফি ১% , কার্ড প্রতিস্থাপন ফি মাত্র ২০০ টাকা।
কার্ডটি ব্যবহার সম্পর্কে জানতে চাইলে অনু জানান, সোশ্যাল মিডিয়া বুস্টিং/বিজ্ঞাপন/মার্কেটিং, আন্তর্জাতিক জোট/সফ্টওয়্যার নিবন্ধন ফি, ডোমেইন রেজিস্ট্রেশন/হোস্টিং ফি, সার্ভার রক্ষণাবেক্ষণ ফি, অ্যাকাউন্ট ভেরিফিকেশন/রেমিট্যান্স টেস্ট ফি, অনলাইন ভর্তি বা অনলাইন কোর্স ফি, ডিজিটাল পণ্য/সফ্টওয়্যার ক্রয়, টেক প্রোডাক্ট ক্রয়, আন্তর্জাতিক সম্মেলন/ওয়েবিনার/প্রশিক্ষণ ফি, আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ নিবন্ধন বা পুনর্নবীকরণ ফি পরিশেধো এই কার্ড ব্যবহার করা যাবে।