আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-কমার্স ব্যবসায়ীদের জাতীয় সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ইক্যাবের ২০২২-২৪ দ্বি-বার্ষিক কার্য নির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে গত ১১ মে শুরু হয়েছে প্রার্থীতা মনোনয়ন সংগ্রহ কার্যক্রম। আগামী ১৮ মে পর্যন্ত দুপুর ২টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। বিকেলে ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
এরই মধ্যে নির্বাচনে অংশ নিতে ৯ পদের বিপরীতে বৃহস্পতিবার পর্যন্ত ১৯ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। মনোনয়ন সংগ্রহারীদের একটি অংশ ১৪ মে, শনিবার ঘোষণা করেছে নিজেদের প্যানেলের নাম।
ইকমার্স ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তনের ডাক দিয়ে শুক্রবার (১৩ মে) ধানমন্ডিতে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে।
এ বিষয়ে চেঞ্জমেকার্স দলনেতা ওয়াসিম আলিম জানান, “ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা আমাদের টিমের নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। আমাদের পরকিল্পনা আছে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে চড়িয়ে ছিটিয়ে থাকা ইক্যাব সদস্যদের সাথে মতবিনিময় করার। এসব মতবিনিময় সভা থেকে উঠে আসা বিভিন্ন সুপারিশ ভবিষ্যতে আমরা সদস্যদের কল্যানে বাস্তবায়ন করতে চাই।”
পরিবর্তনের ধারা যে নেতার হাত ধরে, যে নেতার হাত ধরে নিপিড়িত জনতা পেয়েছিল সোনার বাংলাদেশ। সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দ্যা চেঞ্জ মেকার্স টিম সাধারন সদস্যদের পাশে থেকে তাদের সামগ্রিক উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য অঙ্গীকার নিয়েঅফিসিয়ালি নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করলো বলে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন প্যানেলটির সমন্বয়ক বিপ্লব জি রাহুল।
তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়ন সংগ্রহারীদের মধ্যে জিয়া আশরাফ (চালডাল), ওয়াসিম আলিম (বাংলামেডস), ফাতিমা বেগম (আদি বিডি), মরিন হোসেন তালুকদার (সিলভার ওয়াটার টেকনোলজি), মো. তাশদীখ হাবীব (ক্লিন ফোর্স), জিসান কিংশুক হক (আরটিএস এন্টারপ্রাইজ) এএম ইশতিয়াক সারোয়ার (সফটকে ইনোভেশন) আবু সুফিয়ান নিলোভ (নিজল ক্রিয়েটিভ) এবং তিনি এই প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। অবশ্য প্যানেল নয় বিধি অনুযায়ী ই-ক্যাব নির্বাচনে ভোট হবে ব্যক্তি পর্যায়ে। ফলে এখানে কোনো বিশেষ প্রতীকও থাকছে না যথারীতি।