ভাটারা থানার মামলায় গুলশান থেকে ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি।
শনিবার (২ অক্টোবর) দুপুরে এই খবর নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ। তিনি জানিয়েছেন, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত একজন ভিকটিম ভাটারা থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনার তদন্ত করতে গিয়ে প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল ইসলামকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানত গ্রহণের রিং আইডির কোনও অনুমোদন নেই বলে জানিয়েছেন তিনি। বলেছেন, তাদের এ কার্যক্রমের সাথে কারা-কীভাবে জড়িত এবং এই বিপুল পরিমাণ অর্থ তারা কোথায়-কীভাবে সংরক্ষণ করেছে তা বিস্তারিত জানতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
তিনি জানিয়েছেন, কমিউনিটি জবস খাতে অ্যাডভারটাইজমেন্ট দেখে উপার্জনের কথা বলেই রিং আইডি জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তথ্য দেখা যায় কমিউনিটি জবস খাত থেকে গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ, জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে। আইনি প্রক্রিয়া চলাকালে যেন জনগণের নিকট থেকে আমানত অবৈধভাবে দেশের বাইরে পাচার করতে না পারে সে কারণে ইতিমধ্যে তাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন ই-কমার্স সাইটের মতো তারাও অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি এবং ক্রেতাদের কাছ থেকে ই-ওয়ালেট এর মাধ্যমে লেনদেন পরিচালনা করে আসছিল।