দেশের প্রান্তিক পর্যায় থেকে বিশ্বজুড়ে ই-কমার্স-কে সংযুক্ত করার অভিপ্রায়ে নীতি নির্ধারণে পলিসি ডায়ালগ করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ই-ক্যাব। অংশীজনদের অংশগ্রহণে রবিবার এই ডিজিটাল পলিসি ডায়ালোগের উদ্বোধন করেন স্থানীয় সরকার মোঃ মন্ত্রী তাজুল ইসলাম।
এসময় ই-গভর্নমেন্টই গুড গভর্নেন্স উল্লেখ করে মানুষের চাহিদা পূরণে ই-কামর্স একটি যুগপৎ ঠিকানা বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের ন্যূনতম মূল্যে বিমানে ই-কমার্সের পণ্য পরিবহন এবং ইক্যুইটি শেয়ার মডেলে ই-ক্যাব সদস্যভুক্ত শতাধিক উদ্যোক্তাদের এক কোটি টাকা পর্যন্ত ঋণ সহায়তার আশ্বাস দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসঙ্গে শিগগিরি দেশের প্রতিটি পরিবারকে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নের কথাও তুলে ধরেছেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, রুরাল টু গ্লোবালের আগে রুরাল টু ন্যাশনাল নীতিমালা করে তা বাস্তবায়ন করা উচিত।
এছাড়াও উন্নত অর্থনীতির জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে নতুন নতুন উদ্ভাবনকে অনুপ্রাণ্তি করার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রণালয়ের স্ট্যান্ডারাইজ পণ্য তালিকার পরিসর বাড়ানো এবং বিএসটিআই সনদ প্রাপ্তিকে উদারীকরণের ওপর গুরুত্বারোপ করেন পলক।
তিনি বলেন, এক কোটি অনাবাসিক বাংলাদেশীসহ ৪০ কেটি বাংলা ভাষা-ভাষির কাছে দেশের প্রতন্ত অঞ্চলের পণ্য যেন বসে থাকা বিমানগুলোর মাধ্যমে ঢাকা কিংবা মালোশিয়ার মতো বিদেশে নিয়ে যাওয়া যায়। এজন্য বিমান ও ই-ক্যাবের মধ্যে যোগ সূত্র প্রতিষ্ঠা ও বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা আমি করবো।
ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান।
ই-কমার্স ইতোমধ্যেই দেশে রেঁনেসা এনিয়ে দিয়েছে মন্তব্য করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে ভারসাম্য রক্ষায় এস্কো পেমেন্ট সিস্টেমের ওপর গুরুত্বারোপ করেন এটুআই নীতি উপদেষ্টা আনীর চৌধুরী।
কোভিড ১৯ এর লকডাউন ই-কমার্সের জন্য শাপে বর উল্লেখ করে এই খাতের খারপ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা করণ এবং গ্রিভেন্স পলিসি বাস্তবায়নের পরামর্শ দেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর।
ই-ক্যাবের রুরাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ইব্রাহিম খলিলের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক আবু ফারাহ নাসের, বিএফটিআই এর প্রধান নির্বাহী ওবায়দুল আযম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক (ডিজি) শাহ মোহাম্মদ মাহবুব, বিল্ড এর সিইও ফেরদৌস আরা বেগম, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সাইয়েদ মোহাম্মদ কামাল, এফএনএফ এর কান্ট্রি ম্যানেজার ড. নাজমুল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর বিএম মাইনুল হাসান এবং চালডাল সিইও জিয়া আশরাফ।
অধিবেশনের শেষে ই-ক্যাব মহাসচিব মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ক্রসবর্ডার ই-কমার্স এর পথের বাধাগুলো কাটিয়ে নীতিবাস্তবায়নের দাবি জানান।
বিকেলে পলিসি ডায়লগের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।