দেশী-বিদেশী উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং অনলাইন ব্যবসা বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হলো নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের প্রথম ভার্চুয়াল সম্মেলন।
রোববার শেষ হওয়া সম্মেলনে ডিজিটাল পেমেন্ট, নারী ও উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা, সামাজিক ব্যবসা ও ‘উই’ প্লাটফর্মের ভূমিকা, তৃণমূলের উদ্যোক্তাদের জন্য ব্যাংক ও ভেঞ্চার ক্যাপিটাল সুবিধাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
দুই দিনের সম্মেলনে আলোচনায় অংশ নেন মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, উইমেন ইন টেকনলজি সভাপতি লাফিফা জামাল, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, এটুআইয়ের হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি, ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক এ এন এম শফিকুল ইসলাম এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্সে সভাপতি নাহিদা কবির।
এছাড়াও ‘উই’ উপদেষ্টা রাজিব আহমেদ, সভাপতি নাসিমা আক্তার নিশা, ই-ক্যাব পরিচালক আশীষ চক্রবর্তী, মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মুহাম্মাদ কামাল, আইডিয়া প্রকল্পের পিডি মজিবুল হক, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশিদ, ই-সফটের প্রধান নির্বাহী আরিফুল হাসান অপু, অ্যাভারিস্ক এর লিড প্রোডাক্ট ম্যানেজার প্রিয়াঙ্কা নায়েক, প্রিয়শপ প্রতিষ্ঠাতা আশিকুল আলম খান, অগ্নিসুমুখ ইনোভেটর শ্রী হরি রাও, সৌম্য বসু, তৌহিদ হোসেন, ফরেন ইনফেস্টরস চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রি অব ইউকের ডিরেক্টর ড. পরম শাহ ও সোশ্যাল মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং বিশেষজ্ঞ হাসান বেনাউল ইসলাম বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন।
রাতে সম্মেলনের সমাপনী ঘোষণা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ থেকে ‘উই’ সদস্যদের জন্য ৫ কোটি টাকার উদ্যোক্তা তহবিল গঠনের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।