দেশে ই-কমার্স ব্যবসায়ীদের অনলাইন পেমেন্ট ব্যবস্থা আরও সুবিধাজনক করতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্যদের জন্য ইনস্টলেশন চার্জ ছাড়াই পেমেন্ট গেটওয়ে সেবা দিচ্ছে সূর্যপে।
শনিবার (১৭ অক্টোবর) থেকে এই সুবিধা ১৬ নভেম্বর পর্যন্ত চালু থাকবে। কোভিড-১৯ মহামারিতে দেশের সকল স্তরের ই-কমার্স ব্যবসায়ী ও গ্রাহকদের পাশে দাড়াতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।
বিকেল চারটায় সেবার উদ্বোধনী অনুষ্ঠানে মাসব্যাপী এ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সূর্যপে-র সিইও ফিদা হক।
ই-ক্যাব সভাপতি শমী কায়সার, ই-ক্যাবের মেম্বার ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ও বিডিশপ এর সিইও ইঞ্জিনিয়ার জাকির হোসাইন, কর্পোরেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ইনভেন্টক্রাফ্ট এর সিইও আব্দুর রহমান মামুন এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ই-ক্যাব পরিচালক আসিফ আহনাফ।
মাসব্যাপী এ উদ্যোগ সম্পর্কে সূর্যপে-র সিইও ফিদা হক বলেন, “দেশের সকল পর্যায়ের ই-ব্যবসায়ীদের কাছে আমাদের পেমেন্ট সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের এই কর্মপ্রচেষ্টার লক্ষ্য। আশা করি, সকল ই-ক্যাব মেম্বাররা আমাদের এ সুবিধা গ্রহণ করে তাদের ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হবেন।”
তিনি জানান, দেশের সকল মোবাইল পেমেন্ট ও ব্যাংক কার্ড ছাড়াও ফেসবুকের শপিফাইয়ের সুবিধাও এই মাধ্যমে পাওয়া যাবে।
ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, বাংলাদেশের ই-কমার্স দ্রুত গতিতে এগিয়ে চলেছে তা সত্বেও আমাদের কাংখিত লক্ষ্য পৌঁছতে এখনো বহুপথ পাড়ি দিতে হবে। তাই আমাদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। সূর্যপে-এর এই উদ্যোগ সেদিক থেকে প্রশংসার দাবীদার।