নতুন বছরকে সামনে রেখে ১.১ নিউ ইয়ার হট ও ফ্লাশ সেল চালু করলো ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ। অফারের অধীনে হট ডিলস এবং ক্রেজি ফ্ল্যাশ সেলে থাকছে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়। সাথে থাকছে এক্সক্লুসিভ ৬% ফ্ল্যাশ ভাউচার। এছাড়াও বরাবরের মতো নির্ধারিত কেনাকাটাতে চার্জ না নিয়েই ডেলিভারি দেবে।
বুধবার থেকে চালু হয়ে এই ডিল চলবে ৫ জানুয়ারী পর্যন্ত। দারাজ কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ ডিসেম্বর রাত ১২টা থেকে ২টা পর্যন্ত ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে। কেনাকাটার আনন্দকে পরিপূর্ণতা দিতে ১ জানুয়ারী ক্রেতাদের জন্য স্পেশাল ডিল এবং ডিসকাউন্ট নিয়ে থাকবে বিকাশ ডে।
রেকিট, বেসাস সহ আরও অনেক ব্র্যান্ড এই উৎসবে পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহণ করছে। সারপ্রাইজ- ইলেক্ট্রনিক্স, ফ্যাশন আইটেম, হোম ডেকর, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, গ্রোসারি, মাদার ও বেবি প্রোডাক্টস, বিউটি প্রোডাক্ট এর সঙ্গে নিউ ইয়ার মেগা ডিলে থাকবে বিপুল পরিমাণের হিরো প্রোডাক্ট এবং নিউ অ্যারাইভালস।