শনিবার (১ সেপ্টেম্বর, ২০২৪) থেকে আত্মপ্রকাশ করেছে ব্র্যান্ডের কম্পিউটার ও সংশ্লিষ্ট আইটি পণ্যের নতুন ই-শপ বেস্ট কম্পিউটার হাব (BCHL)। কম্পিউটার অ্যাক্সেসরিজ, গ্যাজেট এবং আইটি পণ্য নিয়ে সারা দেশের খুচরা ও পাইকারি ক্রেতাদের জন্য অনলাইনে সাজানো হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানটি।
এখানে AMD, ZOTEC, এবং MSI, HP, TRANSCEND, THERMALTECH, LOGITEC, DEEPCOOL এর মতো ব্র্যান্ড পণ্য রয়েছে। আছে কর্পোরেটরদের জন্য বিশেষ ব্যবস্থা। পণ্যের পাশাপাশি রিপেয়ারের সুযোগও রাখা হয়েছে অনলাইনে।
অনলাইন এই শপটির অফলাইনে রাজধানীর এলিফেন্ট রোডেও থাকছে নানা অফার। পরিবেশিত পণ্যের মধ্যে রয়েছে ব্র্যান্ড ল্যাপটপ এবং পিসি, গেমিং উপাদান, নেটওয়ার্কিং ডিভাইস, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি। প্রতিটি পণ্যের গুণগতমান কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।