২০২৩-২০২৫ মেয়াদের জন্য গ্লোবাল ই-কমার্স স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমালকে চেয়ারম্যান এবং আরো ৭জনকে কো-চেয়ারম্যান করে এই কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
এফবিসিসিআই লক্ষ্মীপুর চেম্বার সদস্য এবং নিপ্পন গ্রুপ চেয়ারম্যান রোটারিয়ান প্রকৌশলী মোহাব্বত উল্লাহ পরিচালিত নবগঠিত কমিটির কো-চেয়ারম্যানেরা হলেন- ই-ক্যাব সহ-সভাপতি মোহাম্মাদ সাহাব উদ্দিন, পরিচালক খন্দকার তাসফিন আলম, টেলিলিংক গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, নিলফামারী চেম্বার সভাপতি এস এম শফিকুল আলম (ডাবলু); ই-ক্যাব অর্থ সম্পাদক আসিফ আহনাফ, বাংলাদেশ ম্যাংগো প্রোডিউসার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন সদস্য আব্দুল ওয়াছি মাহমুদ ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য কাজী মাসুদুল ইসলাম।
কমিটি সাধারণ সদস্যদের মধ্যে সবাই এফবিসিসিআই এর সাধারণ সদস্য। গত ৩১ ডিসেম্বর সই করা চিঠিটি মঙ্গলবার সবাই হাতে পেতে শুরু করেছেন।

৬২ সদস্যের এই কমিটিতে রয়েছেন ৬ জন নারী সদস্য। এরা হলেন- উইমেন ইন ই কমার্স প্রাতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা, ওমেন এন্টরপ্রেনিউরস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের এফবিসিসিআই সাধারণ সদস্য নাদিয়া বিনতে আমিন, সোনিয়া রাজ্জাক, তাওহিদা হায়দার, বাংলাদেশ শ্রিম্প প্রোজক্ট ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাবেয়া আজিজ ও ফোর স্ট্রোক সিএনজি অটো রিক্সা অ্যান্ড থ্রি হুইলারর্স মোটর বাইক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এফবিসিসিআই সদস্য হেনা বেগম।

এছাড়াও আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, পরিচালক জাকির হোসাইন, বাক্কো সভাপতি ওয়াহিদুর রহমান শরিফ, পরিচালক তানভির ইব্রাহিম, মো. আমিনুল হক, বিসিএস সভাপতি সুব্রত কুমার সরকার, বেসিস পরিচালক ফাহিম আহমেদ, সাবেক পরিচালক দেলোয়ার হোসেন ফারুক, বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মো. সাইফ উদ্দৌলা, কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এফবিসিসিআই প্রতিনিধি আহসান হাবিব সেতু, ই-ক্যাব পরিচালক ইলমুল হক সজীব প্রমুখ।