জাকজমকভাবে অনুুষ্ঠিত হয়েছে ই-কমার্স ব্যাবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর মিরপুর গ্র্যান্ড মিটআপ। শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে একটি রুফটপ রেস্টুরেন্টে এই মিটআপ অনুষ্ঠিত হয়। ই-ক্যাব এর চারটি কমিটি: এফ-কমার্স এলায়েন্স, সেলার ফোরাম, ম্যানুফ্যাকচারার স্ট্যান্ডিং কমিটি এবং ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া স্ট্যান্ডিং কমিটি এই মিটআপের আয়োজন করে। এই মিটআপে ১৫০ জন ই-ক্যাব মেম্বারসহ ২৭০ জন অংশগ্রহন করেন।
বিকাল ৫ টায় শুরু হয় এই মিরপুর গ্র্যান্ড মিটআপ। মিটআপ অনুষ্টান সঞ্চালনা করেন ই-ক্যাব এর পরিচালক সাইদুর রহমান। শুরুতেই ফেসবুক ও ডিজিটাল মার্কেটিং নিয়ে একটি সংক্ষিপ্ত ওয়ার্কশপ আয়োজিত হয়। এরপর অনুষ্ঠানের পার্টনার এবং স্পন্সররা বক্তব্য রাখেন। মিটআপে ই-ক্যাব ইসি কমিটির পক্ষ থেকে ই-ক্যাব গ্রুপের টপ অ্যাডমিন এবং টপ কন্ট্রিবিউটরদের সম্মাননা দেওয়া হয়৷ গ্রুপের টপ অ্যাডমিন হিসেবে হাসানুজ্জামান সুজন এবং টপ কন্ট্রিবিউটর হিসেবে সাতজনকে পুরস্কার দেওয়া হয়। এসময় ই-ক্যাব গ্রুপে সক্রিয়ভাবে অবদান রাখায় নুরুন নবী হাসান এবং আলাউদ্দিন সোহেলকে ই-ক্যাব গ্রুপের অ্যাডমিন হিসেবে যুক্ত করার ঘোষণা দেন ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দিন শিপন।
মিরপুর গ্র্যান্ড মিটআপের আয়োজক হিসেবে সেলার ফোরাম এর চেয়ারম্যান নুরুন নবী হাসান, ম্যানুফ্যাকচারিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আলাউদ্দিন সোহেল, ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হাসানুজ্জামান সুজন, এফ-কমার্স এলায়েন্স এর কো-চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ্ এবং কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমামকে সম্মাননা দেন ই-ক্যাব ইসি কমিটি।
ডিনারের পর অনুষ্ঠিত হয় মিটআপের সবচেয়ে আকর্ষণীয় পর্ব- র্যাফেল ড্র। এই র্যাফেল ড্রতে গিফট পার্টনারদের সৌজন্যে টিভি, এয়ার টিকেট সহ অন্যান্য আকর্ষণীয় পুরস্কার ছিল। অনুষ্ঠানের শেষ পর্বে মিটআপের স্পন্সর এবং গিফট পার্টনারদের হাতে সম্মাননা তুলে দেন ই-ক্যাব ইসি কমিটির সদস্যরা।
ই-ক্যাব মিরপুর মিটআপের পাওয়ার্ড বাই স্পন্সর স্টেডফাস্ট কুরিয়ার, অন্যান্য স্পন্সর: টেকনিশিয়ান, মুভঅন, নিউপোর্ট, স্কাইবাই, অ্যালেক্সমার্ট, সবডিল, নিউটিউ, মহাসাগর আইটি, স্টার্ট ওন স্টার্টআপ, প্যাকপ্রো, টেকজোডো, সেবা ও অ্যাডস পিলার।
ই-ক্যাব মিরপুর গ্র্যান্ড মিটআপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-ক্যাব এর ভাইস প্রেসিডেন্ট মো: সাহাব উদ্দিন, সেক্রেটারি জেনারেল আব্দুল ওয়াহেদ তমাল, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক সাইদুর রহমান, পরিচালক খন্দকার তাসফিন আলম, পরিচালক শাহরিয়ার হাসান, পরিচালক মো: ইলমুক হক এবং পরিচালক অর্নব মুস্তফা।