অনলাইনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডপান্ডায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তবে অভিযানে বড় ধরণের কোনো গরল সংবাদ পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বরে ফুডপান্ডায় অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।
গুলশান-২ নম্বরের এই অফিস থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়।
অভিযানের সময় বেশ কিছু খেজুর জব্দ করা হয়। এছাড়া ফ্রিজিং করে রাখা বিভিন্ন খাবার পরীক্ষা, খাবারের মান ও পণ্যের মেয়াদ ঠিক আছে কী না তা পরীক্ষা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এ বিষয়ে ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা আম্বারীন রেজা-কে ফোন দিলে তিনি দেশের বাইরে বলে জানিয়েছেন।