ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাসেল আছেন জেলে। আর তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন আছেন জামিনে।
তবে তাদের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলাগুলোর বিচার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদন মঙ্গলবার খারিজ করে দিয়েছেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। ফলে এই বিচারকার্যক্রম নিম্ন আদালতে চালিয়ে নিতে পারবেন বিচার প্রার্থীরা।
ফরহাদ হোসেন নামে এক গ্রাহকের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহশিব হোসেন গণমাধ্যমকে এ তথ্য দিলেও রাসেল ও শামীমার আইনজীবী আহসানুল করিম জানিয়েছেন, আগামীকাল হাইকোর্ট এ বিষয়ে আদেশ দেবেন।