চেক প্রতারণার চার মামলায় সোমবার জামিন পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক সিইও মো. রাসেল। ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ এম ইমরানুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
এছাড়া পৃথক আদেশে ইভ্যালির সাবেক চেয়ারম্যান রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের সব স্থাবর সম্পত্তি ও অস্থাবর মালামাল ক্রোক করার আদেশ দিয়েছেন বিচারক।
মামলার বাদীপক্ষের আইনজীবী মিজানুর রহমান মুবিন জানিয়েছেন,
মামলার বাদীপক্ষের আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান, মামলার বাদীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঝালকাঠি কারাগারে আনা হয় আসামি রাসেলকে। সোমবার সকালে আদালতে সশরীরে হাজির হলে পাঁচ হাজার টাকা বেইল বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়।
প্রসঙ্গত, ২০২২ সালে ঝালকাঠি আদালতে রাসেলের বিরুদ্ধে চেক প্রতারণার চারটি মামলা করেন স্থানীয় তিন গ্রাহক। তার মধ্যে মো. মুস্তাহিদ আলম দুইটি মামলা করেছিলেন। দুই মামলায় তার দাবি ৬ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া ৫ লাখ ৯৫ হাজার টাকার দাবিতে মামলা করেছিলেন মো. ইব্রাহীম খলিল। এছাড়া এনামুল হক সাজু নামে আরেক গ্রাহক একটি মামলা করেছিলেন। এই গ্রাহকের দাবি ইভ্যালির কাছে তার পাওনা ১৮ লাখ ১৭ হাজার ৭১ টাকা।