‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’ স্লোগানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) আনুষ্ঠানিক ভাবে শুরু হলো তিন দিনের ডিজিটাল বাংলাদেশ মেলা।
মেলায় বিনামূল্যে সিম দিচ্ছে রাষ্ট্রায়াত মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক।
টেলিটক ফ্রি সিম অ্যাক্টিভেশনের পর বাড়তি সুবিধা হিসেবে পাওয়া যাচ্ছে ৫০ টাকা রিচার্জ করলে ৫০ মিনিট, ৫০টি এসএমএস ও ৫ জিবি ডাটা। এর মেয়াদ থাকবে ৩০ দিন।
টেলিটকের ভ্যালু অ্যাডেড সার্ভিসের মাকের্টিং বিভাগের ম্যানেজার আল রাজ্জাকুনজামান ডিজিবাংলাকে বলেন, মেলায় আমরা শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে এসেছি। শিক্ষার্থীরা বেশি দামে ডাটা কিনে ব্যবহার করতে সমস্যা হয়। তারা যাতে কমদামে ডাটা ব্যবহার করতে পারে এই জন্য রয়েছে নানা সার্ভিস।