সীমাহীন ইন্টারনেট পোর্টফোলিওর আওতায় লিমিটলেস সোশ্যাল ও ভিডিও প্যাককে দুই ভাগে ভাগ করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। এরমধ্যে ‘লিমিটলেস ভিডিও প্যাক’ এর আওতায় থাকছে নিরবিচ্ছিন্ন ও সীমাহীন ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট ও লাইকি ব্যবহারের সুযোগ। ৩০ দিন মেয়াদী প্যাকটিতে গ্রাহকরা মাত্র ১৮৯ টাকায় ননস্টপ ভিডিও উপভোগ করতে পারবেন।
আর ‘লিমিটলেস সোশ্যাল প্যাক’ এর আওতায় থাকছে ফেসবুক, মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ (শুধু টেক্সট) ও ইমো ব্যবহারের সীমাহীন সুযোগ। ৩০ দিন মেয়াদী প্যাকটিতে খরচ পড়বে ২৮৯ টাকা।
এ নিয়ে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব জানিয়েছেন, মাই জিপি অ্যাপ-এর মাধ্যমে, *১২১# ডায়াল করে অথবা রিটেল টাচপয়েন্টে বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটের মতো ডিজিটাল চ্যানেল ব্যবহার করে নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জের মাধ্যমে আকর্ষণীয় এই প্যাকগুলো কিনতে পারবেন গ্রাহকরা।