পাস করা এটুআই বিল ২০২৩-এর ২১ ধারায় বর্ণিত কোম্পানি গঠনের ক্ষমতা সম্পূর্ণরূপে রহিত করার পাশাপাশি অন্যান্য সাংঘর্ষিক ধারাগুলোতে প্রয়োজনীয় সংশোধনপূর্বক বিলটি পুনর্মুদ্রণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে প্রযুক্তি খাতের পাঁচ বাণিজ্যিক সংগঠন।
সোমবার বেসিস সম্মেলন কেন্দ্রে এজেন্সি টু ইনোভেট বিল ২০২৩ বিষয়ে আইটি ট্রেডবডি’র সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়। শুরুতেই আইনটি’র পেছনের কিছু বিষয় তুলে ধরেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।
সংবাদ সম্মেলনে সরকারি-বেসরকারি যৌথ অংশীদারীত্বের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের সবাই উপকৃত হবে বলে মত ব্যক্ত করেন বক্তারা। এসময় একে একে নিজেদের বক্তব্য তুলে ধরেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ ও ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।
বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও ধর্না দেয়া এবং কঠোর অবস্থানে যাওয়ার কথাও বলেন ব্যবসায়ী নেতারা।
এর আগে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম সভায় এটুআই বিল-২০২৩-এর মোট ১৩টি ধারা ও ১৫টি উপধারা প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব করে সংশ্লিষ্ট সংগঠনগুলো। তাদের দাবি অনুযায়ী অনুষ্ঠিত সভায় নির্বাহী কমিটিতে সব আইসিটি ট্রেড অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাখা, এটুআইর কোনো প্রকার যৌথ বা অংশীদারি কারবারে অংশগ্রহণ করতে বিধিনিষেধ ও এটুআইর কোম্পানি গঠন করতে পারবে না মর্মে সিদ্ধান্ত নেয়া হয়।