আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ ব্যক্তিদের রহস্যময় জীবনযাপন নিয়ে চিত্রপরিচালক শাহীন সুমনের ‘মাফিয়া’ দিয়ে ওটিটিতে অভিষেক হয় জনপ্রিয় নাট্যাভিনেতা জাহিদ হাসানের। ১৫০ পর্বের এই ওয়েব সিরিজের পর তাকে আর নতুন কোনো ওটিটি মাধ্যমের কাজে দেখা যায়নি। তবে এবার ফিরছেন মহাসমারোহে। বেশ মনোযোগী হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে।
দুটি ওয়েব সিরিজ ও একটি ওয়েব ফিল্ম নিয়ে নিয়মিত হতে চাইছেন ওটিটিতে। এর একটি রায়হান রাফীর দুটি এবং তানিম নূরের। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই শুরু হবে শুটিং। তিনটি কাজের মধ্যে রায়হান রাফীর ‘পালাবি কোথায়’–এর নাম বললেও বাকি দুটির নাম এখনই বলেননি। কেননা সম্ভাব্য নাম বদল হতে পারে।
অনলাইন কনটেন্টের কাজে আগ্রহের কারণ জানিয়ে জাহিদ হাসান গণমাধ্যমে বলেছেন, ‘বেশ যত্ন ও আন্তরিকতা নিয়ে ওটিটির কাজগুলো হয়। সময় নিয়ে এসব কাজ করার কারণে, মানের ক্ষেত্রেও খুব একটা আপস করে না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। তাই কাজ করে এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। এখন তো টিভি নাটক আর করছি না। পরিবেশটাও আমার চাওয়ার মতো নাই। ওটিটিতে তাই মনোযোগী হচ্ছি।’
প্রসঙ্গত, নব্বইয়ের দশকে নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান জাহিদ হাসান। পরে চলচ্চিত্রে নাম লিখিয়েও আলোচনায় আসেন। বলা যায়, দুই মাধ্যমেই সমান জনপ্রিয় এই অভিনেতা।

















