স্বর্ণ জয়ের আশা নিয়ে দ্বিতীয় দিনের পরীক্ষায় বসেছে গণিত অলিম্পিয়াড দল। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় ইউনিভাসিটি অব বাথের স্পোর্টস গ্রাউন্ডে-এ চলমান আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের ৬ প্রতিযোগী।
এরা হলেন, এসওএস হারমান মেইনার কলেজের এম আহসান আল মাহীর, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সৌমিত্র দাস, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের আহমেদ ইত্তিহাদ হাসিব, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের মো. মারুফ হাসান রুবাব, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের দেওয়ান সাদমান হাসান ও নটর ডেম কলেজের মাশরুর হাসান ভূঁইয়া।
যুক্তরাজ্য থেকেবাংলাদেশ প্রতিনিধি দলে থাকা সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েল ডিজিবাংলা-কে জানান, গতকালের পরীক্ষা ভালো হয়েছে। গতকালের মতো আজও আরো ৩টি সমস্যার সমাধান করতে হবে।
তিনি বলেন, গতকাল ওরা পরীক্ষা শেষে রেস্ট নিয়েছে। এখন ২য় দিনের পরীক্ষা শুরু হলো লন্ডন টাইম সকাল ৮:৩০-এ। আজ শেষ হলে হয়তো খেলাধুলা করবে। কাল শিক্ষার্থীদের ঘুরতে নিয়ে যাওয়া হবে।
জুয়েল আরো জানান, ২১ জুলাই ঘোষণা করা হবে ফল। প্রতিযোগীরা দেশের ভাবমর্যাদাকে সমুন্বত করবে এমন প্রত্যাশায় এখন আমরা অপেক্ষা করছি।
প্রসঙ্গত, ২০০৪ সালে বাংলাদেশ আইএমওর সদস্য হয়। ২০০৫ সাল থেকে বাংলাদেশ আইএমওতে অংশ নিচ্ছে। ১৫ বারের মতো বাংলাদেশ এবারের আইএমওতে অংশ নিচ্ছে। এ পর্যন্ত একটি স্বর্ণপদক, ছয়টি রৌপ্যপদক, ২২টি ব্রোঞ্জপদক ও ২৭টি সম্মানজনক পদক পেয়েছে বাংলাদেশ।