আমেরিকা, জার্মানি ও ভারতের পর বাংলাদেশে সুরক্ষিত ইমেইল সেবা দেয়া শুরু করেছে ‘আইস র্যাপ’। প্রতিষ্ঠানটির বাংলাদেশী পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ইতিমধ্যে সেবাটি গ্রহণে ব্যবসায়ীদের মধ্য থেকে ব্যাপক সাড়াও পড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দেশের ব্যবসায়িক তথ্য-উপাত্তের নিরাপত্তার জন্য হুমকি অন-প্রেমাইজ বা অরক্ষিত ইমেইল সার্ভিস থেকে ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলোকে কম খরচে এই সেবা দেয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অব মিডিয়া কমিউনেকশন মাহফুজুর রহমান মুকুল।
তিনি জানিয়েছেন, আইস র্যাপ, একটি সুরক্ষিত এবং কম খরচে ক্লাউড-ভিত্তিক ইমেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ২০২৪ সালের ডিসেম্বরে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশে আইস ওয়ার্পের যাত্রা শুরু করে। এর মাধ্যমে সুরক্ষিত ইমেইল সেবা দেয়া হচ্ছে। এতে ব্যবসায়ের সংবেদনশীল তথ্য এবং যোগাযোগকে সুরক্ষিত রাখবে বলে দাবি করছেন তিনি।
তবে সেবা নেয়ার পরও যদি গ্রহিতার ডেটা ব্রিচ হয় সে জন্য কি ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা আছে প্রশ্নের জাবাবে বলেছেন, সাইবার সিকিউরিটির গ্লোবাল লিডার সফোস এর সুরক্ষাকবচ ব্যবহার করায় আইস র্যাপের রয়েছে সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা।
প্রসঙ্গত, ক্লাউড এবং অন-প্রেমিসেস দুই ধরনের সল্যুশনই রয়েছে চেক রিপাবলিক ভিত্তিক কোম্পানিটির। ইতিমধ্যে বিশ্বজুড়ে তাদের রয়েছে ৫০ লাখের মতো গ্রাহক। চেক রিপাবলিক ভিত্তিক হোস্টেড ইমেল, টিমচ্যাট, চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন, কনফারেন্স, রিয়েল-টাইম সহযোগিতা সহ ডকুমেন্টস এবং আরও অনেক সেবা দেয় আইস ওয়ার্প।