ভারত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে উপযুক্ত চাকরি খুঁজে পেতে ৪৫ লাখ চাকরিপ্রত্যাশীকে সহায়তা করে অবশেষে বন্ধ হয়ে গেলো গুগলের চাকরি ও ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সেবা কর্ম জবসের কার্যক্রম। আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই গত ৩০ জুন থেকে এই কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। তবে কেন বন্ধ করা হলো সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এ নিয়ে কর্ম জবস তাদের ওয়েবসাইটে ‘আমরা ৩০ জুন কর্ম জবসকে বিদায় জানিয়েছি’ বার্তা ঝুলিয়ে দেয়া হয়েছে। আর বলা হয়েছে, “যদিও Kormo Jobs বন্ধ করা হয়েছে, আমরা আমাদের বিস্তৃত প্রোডাক্ট এবং পরিষেবা জুড়ে আরও বেশি পরিসরে চাকরিপ্রার্থীদের আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য কাজ করছি।”
চাকরিপ্রার্থীদের উপযুক্ত কাজের সন্ধান দিতে ২০১৮ সালে কর্ম জবস নামে চাকরি ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক এই অ্যাপ চালু করে গুগল। নিয়োগকর্তা ও চাকরিপ্রত্যাশীর মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধানই ছিল এই সেবার প্রধান লক্ষ্য। নিয়োগকর্তা ও চাকরিপ্রত্যাশীর মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধানই ছিল এই সেবার প্রধান লক্ষ্য। সেবাটি ব্যবহার করে এতোদিন পছন্দের চাকরির জন্য আবেদন করেন চাকরিপ্রার্থীরা। আর প্রোফাইল দেখে উপযুক্ত প্রার্থীকে সহজে বাছাই করেন নিয়োগদাতারা। এক্ষেত্রে পেশাদারদের প্ল্যাটফর্ম মাইক্রোসফটের লিংকডইন, ভারতের নকরি কিংবা বাংলাদেশের বিডিজবসের মতোই কাজ করত অ্যাপটি। এখানে কোনো ব্যবহারকারী প্রথমে নিজের প্রয়োজনীয় সব তথ্য দিয়ে প্রোফাইল ও সিভি তৈরি করতেন।
প্রসঙ্গত, বাংলাদেশেই প্রথম যাত্রা শুরু করে কর্ম জবস। প্রত্যাশিত সাড়া পাওয়ায় ২০১৯ সালে ইন্দোনেশিয়ায় এবং ২০২০ সালে ভারতে চালু হয় এই সেবা। গুগল-এ এই সেবাটির উদ্ভব ঘটেছিলো বাংলাদেশের বিশ্বনন্দিত ফ্যাশন শিল্পী বিবি রাসেলের সেলে ভিকি রাসেল এর হাত ধরে। তিনি ওই সময়ে গুগল এর এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের ম্যানেজার ও অপারেশন লিড ছিলেন। বর্তমানে ফিনটেক স্টার্টআপ স্ট্রাইপ এর সহ-প্রতিষ্ঠাতা।