উদ্যোক্তা ও মার্কেটারদের জন্য আগামী ১৮ জুন থেকে শুরু হচ্ছে “ই-মেইলে গ্রোথ হ্যাকিং” কোর্স। লেখক ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসানের এই এক্সক্লুসিভ কোর্সে মার্কেটিংয়ের মৌলিক বিষয়ের ওপর ভিত্তি করে জানিয়ে দেয়া হয় প্রতিদিনকার কাজের জন্য গ্রোথ হ্যাকিং-এর কৌশল।
এজন্য সপ্তাহে তিনটি ই-মেইল পাঠানো হয়। ই-মেইলের সঙ্গে কখনো উপস্থাপনা এবং কখনোবিভিন্ন ম্যাটেরিয়ালের লিংক থাকে। অংশগ্রহণকারী নিজের সুবিধামতো সময়ে সেটি পড়ে ও বুঝে নিতে পারেন। গ্লোবাল প্রোডাক্ট মার্কেটিং-এর কিছু অংশ কীভাবে এই দেশেকাজে লাগানো যায় সেটাও রয়েছে এখানে। লিন মার্কেটিং ফানেল ফেসবুকে পেইড ক্যাম্পেইন থেকে বাড়তি সুবিধা নেয়া, হোয়াটস অ্যাপ বা গুগল ম্যাপ কাজে লাগানোর বিষয়ও শেখানো হয় কোর্স।
কোর্সে অংশ নিতে হলে আগামী ১৫ জুনের মধ্যে এই লিংকে থেকে নিবন্ধন করতে হবে।