চাঁদে অ্যাপোলো ভ্রমণের দুঃসাহসিক গেইম মুনশট পাইরেটস প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে লড়ছে বাংলাদেশের রোবো সুপিরিয়র। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যেতে দলটিবে এখন দুটি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে অনলাইনে ভোটে বিজয়ী হতে হবে। ভোট দিতে হবে বাংলাদেশ সময় আগামী ১৮ তারিখ রাত ৯টার মধ্যে।
এই পর্বে জয়ী হলে প্রকল্প উপস্থাপনা এবং বিচারকদের সবুজ সংকেত পেলেই সিলিকন ভ্যালির ফান্ডে চূড়ান্ত আসরে অংশগ্রহণ করতে পারবে এই দলের ছয় সদস্য। তাদের বিজয়ী হিসেবে দেখতে হলে এবার এই ভোটিং লিংকে ক্লিক করে ” Robo Superior ” সার্চ করতে হবে। এরপর তাদের প্রজেক্টে গিয়ে নাম আর ইমেইল দিয়ে ভোটটি কনফার্ম করার জন্যে ইমেইল থেকে ভেরিফাই করতে হবে। কেননা, ইমেইল ভেরিফিকেশন ছাড়া ভোট টি গণনা করা হবেনা।
অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ১৫-২৪ বছরের তরুণদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের ২০১৯ সাল থেকে মুনশট পাইরেটস ‘শেইপ দ্য ফিউচার’ প্রতিযোগিতার আয়োজন করে আসছে । এ বছর দুই হাজারের বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে। ভবিষ্যতের খাদ্যসংকট মোকাবেলা করার জন্যে প্রোটিন এর অল্টারনেটিভ, ভেজ আইটেমের গুরুত্ব তুলে ধরে কম দামে ভালো খাবার নিয়ে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করতে হবে দলগুলোকে।
মূলতঃ চার ধাপে অংশ নিতে হয় দলগুলোকে। প্রথম ধাপে এপ্লিকেশন এর মাধ্যমে যুক্ত হতে হবে প্রতিযোগিতায় । এর পর একটা শর্টলিস্টেড প্রকল্পটির দলগঠনের সুযোগ মেলে । টিম আপ হওয়ার পর তৃতীয় ধাপে সবাই নিজ নিজ প্রজেক্ট সাবমিট করে । এরপর ৪র্থ ধাপে ভোটিং চলে । ভোটিং এর মাধ্যমে শীর্ষ ৭ টা দলকে ফাইনালিস্ট হিসেবে ঘোষণা করা হয় । চূড়ান্ত ধাপে এই দলগুলো পিচিংয়ের ডাক পায়। এরপর একটা টিম-কে বিজয়ী ঘোষণা করা হয় । বিজয়ী দল ফুল ফান্ডেড সিলিকন ভ্যালির ট্রিপ পাবে , ওখানে সব ইনভেস্টর দের সাথে নিজের আইডিয়া শেয়ার করে একটা স্টার্টআপ ফান্ড এর সুযোগ পাবে ।