মেঘ-বৃষ্টির মধ্যেই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয়েছে প্রথম নার্সিং ও কেয়ারগিভার জব ফেয়ার। চাকরি প্রার্থী ও দাতাদের অনলাইন পোর্টাল বিডিজবস’র আয়োজনে বুধবার সকালে শুরু হওয়া ফেয়ারে অংশ নিয়েছে ৫০টির বেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ৫ শতাধিক প্রার্থী নেবে বলে জানিয়ছেন বিডিজবস প্রধান নির্বাহী কর্তকর্তা ফাহিম মাশরুর। তিনি জানান, আজ বিকেল ৪টা পর্যন্ত চলবে মেলা।

বৃষ্টি উপেক্ষা করেই আগ্রহীরা উপস্থিত হতে শুরু করেন কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে। অনেককেই দেখা গেলো ছাতা মাথায় নিয়েই বুথের সামনে সামনে দাঁড়িয়ে খোজ-খবর করছেন। সকাল থেকেই অনস্পট নিবন্ধন ও সাক্ষাতের জন্য বিশ্ববিদ্যালয় ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বিভিন্ন বয়সের পেশাজীবিরাও ভিড় করছেন। এদের অনেকেই নতুন কর্মসংস্থানের খোঁজে; কেউবার আবার চাকরি বদলের অভিপ্রায়ে ঢুঁ দিচ্ছেন বিভিন্ন স্টলে। দক্ষতা উন্নয়নের জন্য খোঁজ খবর করছেন কেউ কেউ। চাকরিদাতাদের পাশাপাশি বেশ কয়েকটা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট যোগ দিয়েছে মেলায়। নিজেদের স্টল থেকে চাকরিপ্রার্থীদের বিভিন্ন ট্রেনিং অফার করছে ব্র্যাক সিএসডি ও জিসিসিএন এর মতো হেলথ কেয়ার নেটওয়ার্ক।
মেলায় অংশগ্রহণকারী চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল, সুপার স্পেশালাইড হাসপাতাল, ফারায়েজি হাসপাতাল ও কিংস্টোন হাসপাতালের বুথগুলোতে চাকরিপ্রার্থীদের পদচারণা ছিলো বেশি। আয়াত কেয়ার, মডার্ন হাসপাতাল, খিদমাহ সেবা ও সাশ্রয়, ভিশন আই হাসপাতালের বুথেও বেশ আনোগোনা দেখো গেছে চাকরিপ্রার্থীদের। মেলায় কেয়ার গিভার ইন্সট্রাক্টর ও পেশেন্ট কেয়ার অ্যাসিসটেন্ট নিচ্ছে সিমেট ইনস্টিটিউট অব টেকনোলজি।