চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর সমন্বয়ে গঠিত প্রকৌশল গুচ্ছের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ এর সমন্বিত ভর্তি পরীক্ষা একযোগে স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আগামী ৬ জুন (সোমবার) সকাল ৯টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। আবেদন করার শেষ সময় আগামি ১৯ জুন (রবিবার) বিকাল ৫টা পর্যন্ত।
আগামী ৪ জুলাই (সোমবার) ফলাফল প্রকাশ করা হবে।
বুধবার (১লা জুন) দুপুরে চুয়েট, কুয়েট ও রুয়েট-এর ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও কুয়েটের অধ্যাপক ড. কে.এম. আজহারুল হাসান এবং সদস্য সচিব ও কুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য, চুয়েটে ১২টি বিভাগে সংরক্ষিত ১১টি-সহ মোট ৯৩১টি আসন, কুয়েটে ১৬টি বিভাগে সংরক্ষিত ৫টি-সহ মোট ১০৬৫টি আসন এবং রুয়েটে ১৪টি বিভাগে সংরক্ষিত ৫টি-সহ মোট ১২৩৫টি আসন রয়েছে। প্রসঙ্গত, ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপ গঠিত। এবার এমসিকিউ (গঈছ) পদ্ধতিতে ‘ক’ গ্রুপে ৫০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপে ৫০০ নম্বরের পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।