শাবিপ্রবিতে পুলিশি অ্যাকশন-কে দুঃখজনক উল্লেখ করে আন্দোলনকারীদের সব দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেছেন, ‘এখানে পুলিশি অ্যাকশন হয়েছে, যা দুঃখজনক। অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। অনশনের অষ্টম দিন আজ সকালে শিক্ষার্থীরা অনশন ভেঙেছেন। এ জন্য তাদের সাধুবাদ জানাই। শিক্ষার্থীরা যে কারণে আন্দোলন করেছেন, সেসব সমস্যার আমরা সমাধান করব। আমরা সব সমস্যার সমাধান করতে চাই।’
বুধবার নিজ সরকারি বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাদের সব দাবি বাস্তবায়ন করব। যে বা যারাই অপরাধী হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে অধ্যাপক জাফর ইকবালের মাধ্যমে অনশনকারী ও আন্দোলনকারীদের সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে বৈঠক হয়েছে শিক্ষামন্ত্রীর। তবে উপচার্যকে সরিয়ে দেয়া হবে কিনা কিংবা তিনি পদত্যাগ করবেন কি না সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
উপাচার্যের পদত্যাগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘একজন উপাচার্য থাকবে কি থাকবে না সেটা সমস্যার সমাধান না। ঠিকই আরেকজন উপাচার্য থাকবেন। আমরা শাবিপ্রবির শিক্ষার্থীদের যত সমস্যা সেগুলো সমাধান করব। উপাচার্যের পদত্যাগের বিষয়টি অন্য প্রক্রিয়া।’