আন্তঃ বিশ্ববিদ্যালয় সার্কিট প্রতিযোগিতা-২০২১-এ প্রথম ও তৃতীয় স্থান অধিকার করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) দুই শিক্ষার্থী। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী।
অনলাইন প্লাটফর্মে ইউআইটিএসের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
ডিসি সার্কিট, এসি সার্কিট ও ইলেকট্রনিক সার্কিট বিষয়ের উপর আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইউআইটিএসের ইইই বিভাগের শিক্ষার্থী তুষার আহমেদ ভূঁইয়া। দ্বিতীয় স্থান অর্জন করেন বুয়েট শিক্ষার্থী মাহমুদুল হাসান। তৃতীয় স্থান দখল করেন ইউআইটিএসের ইইই বিভাগের শিক্ষার্থী কমল চন্দ্র গায়েন।