চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একাডেমিক কাউন্সিলের ১২৬তম (জরুরি) সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ জানুয়ারি )দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এতে চুয়েট একাডেমিক কাউন্সিলের সম্মানিত অভ্যন্তরীণ সদস্যগণ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সভায় অংশগ্রহণ করেন। এছাড়া সম্মানিত বহিঃসদস্যগণ অনলাইনে সংযুক্ত ছিলেন।
সভায় একাডেমিক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়।