ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটিং, যোগাযোগ এবং ইলেকট্রনিক্সে উদীয়মান প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (ইটিসিসিই-২০২০) মঙ্গলবার (২২ ডিসেম্বর) শেষ হলো। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং- এর কম্পিউটিং অনুষদ যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে।
সোমবার (২১ ডিসেম্বর) দুই দিনব্যাপী সম্মেলনের উদ্ধোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং এর বিজ্ঞান এবং শিল্প প্রযুক্তি বিভাগের ডিন ড. আজহার বিন কামালউদ্দিন। ইটিসিসিই-২০২০ সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. সালেকুল ইলাম এবং ড. মোঃ আরাফাতুর রহমান। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউআইইউ সিএসই ডিপার্টমেন্টের অধ্যাপক ড. এ. কে. এম. মুজাহিদুল ইসলাম।
সম্মেলনে জানান হয়, এ বছর আমেরিকা, ইউকে, সৌদিআরব, দুবাই, মালয়েশিয়া ও বাংলাদেশসহ বিশ্বের ২১ দেশ থেকে ২৮৫টি কম্পিউটিং, যোগাযোগ এবং ইলেকট্রনিক্স প্রযুক্তি বিষয়ক গবেষণা থেকে শক্তিশালী রিভিউ কমিটির বাছাইয়ের পর শতকরা ২১% অর্থাৎ মোট ৬০টি গবেষণা আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপনের জন্য গ্রহীত হয়েছে। এসব গবেষণা বাংলাদেশের কম্পিউটিং, যোগাযোগ এবং ইলেকট্রনিক্স প্রযুক্তি বিকাশের পাশাপাশি শিল্প উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে আসবে।
প্রথমদিনের মত শেষ দিনেও আগামীদিনের প্রযুক্তি নিয়ে নানা সেমিনার অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে ইন্টারনেট অফ থিংস (আইওটি) এর নানা বিষয় তুলে ধরেন যুক্তরাষ্ট্রের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জাকিরুল আলম ভূইয়া। আর উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর রাকিবুল মোস্তাফা।
গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম কীভাবে বিশ্বকে রূপান্তরিত করছে বিস্তারিত তুলে ধরেন ফিনল্যান্ডর ফিনিশ জিওস্প্যাটিয়াল রিসার্চ ইনস্টিটিউট এর গবেষণা পরিচালক এবং সিনিয়র উপদেষ্টা ড. মোহাম্মদ জাহিদুল হাসান ভূঁইয়া। অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ছিলেন বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক শায়খ এ ফাত্তাহ।
এই বছরের সম্মেলনে ৫ টি কীনোট স্পীস ও ৩ টি ইনভাইট টক উপস্থাপন করা হয়। দুই দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন সেশনে ১১টি এরিয়াতে বৈজ্ঞানিক গবেষণার ওপর দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা আলোচনা করেন।