ভার্চুয়াল মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারিদের সঙ্গে নেটদুনিয়ার মানুষের সঙ্গে সংযুক্ত থাকতে অফিসিয়াল ফেসবুক পেজ খুললো রাজশাহী বিশ্ববিদ্যালয়। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সম্মেলন কক্ষে ‘University of Rajshahi’ শীর্ষক এই পেজ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
এসময় তিনি জানান, ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য, সংবাদ বিজ্ঞপ্তি ও ছবি, ভিডিও ইত্যাদি পাওয়া যাবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, প্রক্টর প্রফেসর লুৎফর রহমান, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর বাবুল ইসলাম উপস্থিত ছিলেন।